ইব্রাহিম এর বাংলা ব্লগ www.jahangir-any.blogspot.com এ স্বাগতম • www.jahangir-any.blogspot.com এ যে কোন মতামত পাঠানোর জন্য ব্যবহার করুন ibrahim.ali718@gmail.com / ebraim.ali97@yahoo.com এই ই-মেইল ঠিকানা • মোবাইল : +8801744603053•

হজরত ইব্রাহিম (আ•)

Posted on ৩:৩৫ PM
আল কোরআনে বর্ণিত নবীদের মধ্যে ইব্রাহিম (আ•) ষষ্ঠ। তাঁর পিতা অগ্নিপূজক আজর ছিলেন ফেরাউনের মন্ত্রী। ইরাকের নাসিরিয়া থেকে মাত্র ১৫ কিলোমিটার এবং বাগদাদ থেকে ৩৯৬ কিলোমিটার দূরে ‘উর’ নামক স্থান, যা প্রাচীন বাবেল শহর নামে পরিচিত, এখানে একটি বিধ্বস্ত দোতলা বাড়ি, যেখানে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ•) প্রায় চার হাজার বছর আগে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, ইব্রাহিম (আ•)-এর সময়ে এ নগরীতে ৪০ ফুট উঁচু ১১৮০টি মন্দির ছিল। বাবেল শহরের ম্যাকফেলা গুহায় তাঁর মাজার রয়েছে। হিট্রিদের কাছ থেকে ম্যাকফেলা গুহাটি ক্রয় করেন। তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল (আ•) জন্মগ্রহণ করেন। আল্লাহর নির্দেশে শিশুপুত্রসহ বিবি হাজেরাকে মক্কা উপত্যকায় নির্বাসন দান করেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে ইসমাইল (আ•)কে কোরবানির নির্দেশ আসে। ইব্রাহিম (আ•) ফিলিস্তিনে ফিরে গিয়ে দেখেন সারার গর্ভের হজরত ইসহাক (আ•)-এর জন্ম হয়েছে। ইব্রাহিম (আ•) ও ইসমাঈল (আ•) সম্মিলিতভাবে কাবাঘর পুনর্নির্মাণ করেন। তাঁর নাম কোরআনের ২৫টি সূরায় ৬৯ বার আল্লাহ উল্লেখ করেছেন। তিনি ১৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইব্রাহিম (আ•)-এর সময় রাষ্ট্রপ্রধান ছিল নমরুদ।

নমরুদদের রাজ্য ছিল বাবেল, ইরাক ও কলোনি অঞ্চল নিয়ে বিস্তৃত। অতঃপর আল্লাহর গজব মাছি দ্বারা আক্রান্ত হয়ে নমরুদ মৃত্যুবরণ করে।

ইদানিং ডা জাকির নায়েককে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তার বিরুদ্ধে সমালোচনার জওয়াব নিয়ে আমি পোস্ট ও দিয়েছি।
যেহেতু তিনি প্রধানত অন্যান্য ধর্ম নিয়ে বেশী লেকচার দেন। তাই তার বিরুদ্ধে যে কোন ধরণের সমালোচনা আমাদের ইসলাম প্রচারে বেশ প্রভাব ফেলে। তাই আমি সবার প্রতি অনুরোধ করছি। আপনাদের কি অভিযোগ আছে তা আগে নিচের ইমেইলে জানান। তারপর প্রশ্নে উত্তর পাবার পর প্রয়োজন হলে পোস্ট দিয়েন। আমি আপনাদের আবারও অনুরোধ করবো এভাবে অযথা ধ্রুমজাল সৃষ্টি করে ইসলাম প্রচারে বাধা দিয়ে গুনাহের ভাগী হবেন না।
তাই কোন আপত্তি ও সমালোচনা থাকলে নিচের ইমেইলে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ প্রমাণ সহকারে জবাব দেয়া হবে । আর ভুল হয়ে থাকলে স্বীকার করা হবে । আশা করি বুঝতে পেরেছেন।
আপনাদের কারও মনে প্রশ্ন জাগলে ইমেইল করুন। অযথা অপপ্রচারে কান না দিয়ে প্রশ্ন করুন । ইনশাআল্লাহ দলীল প্রমাণ ভিত্তিক জওয়াব দেয়া হবে ।তবে জওয়াব পেতে দেরী হতে পারে কারণ প্রমাণ সহকারে জওয়াব দেয়া একটু সময় সাপেক্ষ। আর আপনি তার উদ্ধৃতি গুলো কোন লেকচারে পেয়েছেন, কোন বইয়ে পড়েছেন, তার লিংক এবং প্রকাশনীর নাম প্রকাশ করবেন।

Related Posts Plugin for WordPress, Blogger...

English

মোট পৃষ্ঠাদর্শন

রেডিও আমার

Ibrahim-any. Blogger দ্বারা পরিচালিত.