আল কোরআনে বর্ণিত নবীদের মধ্যে ইব্রাহিম (আ•) ষষ্ঠ। তাঁর পিতা অগ্নিপূজক আজর ছিলেন ফেরাউনের মন্ত্রী। ইরাকের নাসিরিয়া থেকে মাত্র ১৫ কিলোমিটার এবং বাগদাদ থেকে ৩৯৬ কিলোমিটার দূরে ‘উর’ নামক স্থান, যা প্রাচীন বাবেল শহর নামে পরিচিত, এখানে একটি বিধ্বস্ত দোতলা বাড়ি, যেখানে মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম (আ•) প্রায় চার হাজার বছর আগে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, ইব্রাহিম (আ•)-এর সময়ে এ নগরীতে ৪০ ফুট উঁচু ১১৮০টি মন্দির ছিল। বাবেল শহরের ম্যাকফেলা গুহায় তাঁর মাজার রয়েছে। হিট্রিদের কাছ থেকে ম্যাকফেলা গুহাটি ক্রয় করেন। তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে ইসমাইল (আ•) জন্মগ্রহণ করেন। আল্লাহর নির্দেশে শিশুপুত্রসহ বিবি হাজেরাকে মক্কা উপত্যকায় নির্বাসন দান করেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে ইসমাইল (আ•)কে কোরবানির নির্দেশ আসে। ইব্রাহিম (আ•) ফিলিস্তিনে ফিরে গিয়ে দেখেন সারার গর্ভের হজরত ইসহাক (আ•)-এর জন্ম হয়েছে। ইব্রাহিম (আ•) ও ইসমাঈল (আ•) সম্মিলিতভাবে কাবাঘর পুনর্নির্মাণ করেন। তাঁর নাম কোরআনের ২৫টি সূরায় ৬৯ বার আল্লাহ উল্লেখ করেছেন। তিনি ১৭৫ বছর বয়সে ইন্তেকাল করেন। ইব্রাহিম (আ•)-এর সময় রাষ্ট্রপ্রধান ছিল নমরুদ।

নমরুদদের রাজ্য ছিল বাবেল, ইরাক ও কলোনি অঞ্চল নিয়ে বিস্তৃত। অতঃপর আল্লাহর গজব মাছি দ্বারা আক্রান্ত হয়ে নমরুদ মৃত্যুবরণ করে।