আমি যে আপনাদের কাছে এমন একটি বিষয় নিয়ে শিয়ার করতে যাচ্ছি যেটি আমার বড় ভাইয়ের জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমি তার কাছ থেকে শুনেছি। আমার বড় ভাই এর নাম রুহুল আমিন। তো যাই হোক মূল ঘটনায় আসা যাক।আমার বড় ভাই ও তার বন্ধু নুর জামান এরা গ্রামের বখাটে ছেলেদের মধ্যে অন্যতম তাদের প্রধান কাজ হলো মানুষের সাথে শয়তানি করা এবং মেয়ে মানুষের সাথে প্রেম করা। তো একদিন গভীর রাতে তাদের প্রেমিকাদের সাথে দেখা করে আমাদের কাছে থাকা এক জঙ্গলের রাস্তায় তারা বিড়ি টানতে বসে এবং আমার বড় ভাই তার বন্ধু কে বলে যে এ রাস্তা দিয়ে আজ কোন মানুষ গেলে তার সাথে আজ মজা করব এ বলে জঙ্গলের রাস্তার দু-পাশে থাকা বাঁশ গাছগুলি রাস্তার এক পাশ থেকে অন্য পাশে হালায় ফুটকির গাছের সাথে বেধে দেয় এমনি করে ৫-৬ টা বাশ কিছু দুর পর কিছু দুর পর বেধে রাখে খুব আলগা ভাবে যেন কেউ নাড়লে সেটা আবার সোজা হয়ে যায়। এমন করে বেধে রেখে তারা সাইটে গিয়ে আবার বিড়ি টানতে শুরু করে। তো ঠিক সে মুহুর্তে আমাদের পাশের গ্রামের এক মানুষ তার বোনের বাড়ি থেকে ঐ রাস্তা দিয়ে বাসা যাচ্ছিল ব্যাস সামনে দেখতে পেল তাদের ঐ বাশ হালানো দৃশ্য ফলে তার গায়ের লোম সোজা হয়ে গেল তারপর ঐ মানুষ কি সুরা পাঠ করতে শুরু করল আর ঐ জঙ্গলে থাকা ভূতদের কাছে মাফ চাইতে শুরু করল আর ঐ সময় নাকি মানুষটা বলতেছিল ভয় ভয় কণ্ঠে যে ভাই আমি তোমাদের সাথে কি ভুল করেছি যে আমার পথ এভাবে আটকিয়েছ। এরকম অনেক কাকুতি মিনতি করে অবশেষে সুরা পরে নিজের বুকে ফু দিয়ে বাশ ধরার সাথে সাথে বাশ উপরে উঠে গেল ওমনি মারল এক দৌড় আবার সামনে আরেক বাশ আবার (অপেক্ষায় থাকুন)