ইন্টারনেট জগতে প্রথম থেকেই গুগলের সব স্তরেই জয়জয়কার! এবার নতুন জয়যাত্রা শুরু হতে যাচ্ছে সম্প্রতি তাদের প্রথম সারির সকল সেবা যেমনঃ ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপ, গুগল প্লাস এবং এন্ডয়েড ফোনের বাজারের বিরাজমান সফলতাকে নিয়ে।
তাদের গতি ধারা অনুযায়ী বলা চলে, যে হারে প্রতি নিয়তই গুগলের প্রতিটি সেবা তাদের ভোক্তাদের নজর কাড়ছে এরই সুযোগ নিয়ে তারা নতুন পলিসি তৈরী করছে। সেটা কি হতে পারে তা এখনই বলা না গেলেই ধরনা করা হচ্ছে, ইউজারদের ডাটা থেকে প্রাপ্ত সকল ট্রেন্ডগুলোকে কাজে লাগানোর জন্য তারা হয়তো নতুন সেবামূলক কোন কিছু চালু করবে নয়তো ইউজারেদের ট্রেন্ডকে কেন্দ্র করে এডসন্সের চেয়ে ভিন্নধর্মী নতুন বিজ্ঞাপন মাধ্যম চালু করবে।

কিন্তু তাতে কি পরিমাণ সফলতা বা ব্যর্থতা হতে পারে তা এখনই বলা না গেলেই একটু সন্দেহ চলে আসে গুগল কি তার উইজারদের ব্যক্তিগত ডাটাকে ব্যবহার করতে পারে।